21 C
আবহাওয়া
৯:৪৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » গাড়ির ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

গাড়ির ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

২০২০ সালে সড়কে গেল ৫ হাজার প্রাণ

বিএনএ, ঢাকা: রাজধানীর বিমানবন্দর রোডের এপিবিএন মাঠ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩২) মারা গেছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, নিহত কামরুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী জানান, রাত ১১টার দিকে বিমানবন্দর রোড দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এসআই কামরুল। এপিবিএন মাঠ সংগ্নল রাস্তায় গাড়ীর ধাক্কায় দুর্ঘটনায় কবলিত হন তিনি। গুরুতর আতাবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার অবস্হা অবনতি হলে পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কোন যানবাহনের সঙ্গে তার ধাক্কা লাগে তা এখনও নিশ্চিত হতে পারিনি আমরা। ঘটনার সম্পকে তদন্তের কাজ চলছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, মামলার তদন্ত সংক্রান্ত কোনও কাজে মোটরসাইকেলে তিনি ওই এলাকায় যান। তাকে যে গাড়িটি ধাক্কা দিয়ে চলে গেছে সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। সেখানকার পুলিশ এ নিয়ে কাজ করছে। কামরুল সপরিবারে গুলশানের কালাচাঁদপুর এলাকায় থাকতেন।

কামরুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়। তিনি এক কন্যা সন্তানে জনক ছিলেন।

বিএনএ/ এইচএম/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ