27 C
আবহাওয়া
২:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৪
Bnanews24.com
Home » কমলো ডিজেল ও কেরোসিনের দাম

কমলো ডিজেল ও কেরোসিনের দাম

ডিজেল ও অকটেনের দাম কমলো ৫ টাকা

বিএনএ, ঢাকা: বিশ্ব বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। নতুন এই দর আগামীকাল শুক্রবার (১ নভেম্বর ২০২৪) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। আমাদের দেশে ডিজেল সাধারণত কৃষি সেচে, পরিবহন ও জেনারেটরে ব্যবহার করা হয়।

এদিকে, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে অকটেন ১২৫ টাকা ও পেট্রোল ১২১ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম কমায় অন্তবর্তীকালীন সরকার। তখন প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমানো হয়েছিল। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা ৫০ পয়সা, পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে কমে ১২১ টাকা এবং অকটেনের দাম ১৩১ টাকা থেকে কমে ১২৫ টাকা দাড়িয়েছিল।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, বর্তমানে বছরে জ্বালানি তেলের চাহিদা প্রায় ৭৫ লাখ টন। মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, ফার্নেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি তেলে।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ