বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল থেকে ভাসমান অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের কালারপোল ফোরএইচ গ্রুপের কারখানার পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে কোন জামা ছিলো না। হাতে ছিল চুড়ি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘খাল থেকে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী