32 C
আবহাওয়া
৪:১৮ অপরাহ্ণ - অক্টোবর ৩১, ২০২৪
Bnanews24.com
Home » লেবানন ও ইসরায়েল : শিগগির যুদ্ধবিরতি চুক্তি

লেবানন ও ইসরায়েল : শিগগির যুদ্ধবিরতি চুক্তি

লেবানন ও ইসরায়েল

বিশ্ব ডেস্ক:  লেবানন ও ইসরায়েল কয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে পারে বলে আশা প্রকাশ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী।
বুধবার(৩০ অক্টোবর) লেবাননের প্রধানমন্ত্রী জানান, ইসরায়েলের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি আসন্ন দিনগুলোতেই ঘোষণা হতে পারে। ইসরায়েলের পাবলিক সম্প্রচারক কান একটি খসড়া চুক্তি প্রকাশ করেছে, যা একটি ৬০ দিনের প্রাথমিক যুদ্ধবিরতির পরিকল্পনা প্রস্তাব করছে বলে দাবি করা হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রচিত এই খসড়া প্রস্তাবটি ফাঁস হয়েছে এবং তাতে বলা হয়েছে ইসরায়েল নভেম্বরের প্রথম সপ্তাহেই তার সেনা লেবানন থেকে প্রত্যাহার করবে। এটি আগের একটি প্রতিবেদনেও উল্লেখিত তথ্যের সাথে মিল রয়েছে, যেখানে রয়টার্সের সাথে পরিচিত দুটি সূত্রের বরাতে একই কথা বলা হয়েছিল।

লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, “মঙ্গলবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কোনো চুক্তি সম্ভব হবে বলে মনে করিনি।” তবে বুধবার মধ্যপ্রাচ্যের জন্য মার্কিন দূত আমোস হকস্টেইনের সাথে আলাপের পর তিনি আরও আশাবাদী হন। হকস্টেইন বৃহস্পতিবার ইসরায়েল সফরে যাচ্ছেন।

মিকাতি লেবাননের আল জাদিদ টেলিভিশনকে জানান, “হকস্টেইন ফোনে আমাকে ইঙ্গিত দিয়েছেন যে আমরা মাস শেষের আগেই এবং ৫ নভেম্বরের আগেই একটি চুক্তিতে পৌঁছাতে পারি।”

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ