26 C
আবহাওয়া
৫:৫৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ৫ জন

ময়মনসিংহে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ৫ জন


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় ভিমরুলের কামড়ে তুহিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তুহিনের মা সহ আরও পাঁচ জন।

নিহত তুহিন জেলার ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামের মো. আশরাফুলের ছেলে।

বুধবার (৩০ অক্টোবর) রাত ৮ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তুহিন মারা যায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরের দিকে ভালুকার উথুরা থেকে ভিমরুলের কামড়ে আহত ৬ জন হাসপাতালে ভর্তি হয়। পরে রাত ৮ টার দিকে শিশু তুহিন মারা যায়। নিহত তুহিনের মা লাইলীর অবস্থা গুরুতর। অন্যরা এ হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামে ধানক্ষেতে পড়ে থাকা শুকনো তালের পাতা আনতে যায় ওই গ্রামের হাফিজুলের স্ত্রী নুর জাহান (৪০)। তালের পাতা টানতেই ভিমরুল নুর জাহানকে কামড় দেয়। এতে নুর জাহান ডাক-চিৎকার দিলে তার শিশু ছেলে নাফির (৫), তাওহীদ (৭) একই এলাকার আশরাফুলের স্ত্রী লাইলী বেগম ও তার শিশু ছেলে তুহিন (৬) এবং হৃদয় মিয়ার স্ত্রী রিমি (১৯) তার কাছে যায়। এসময় নিহত তুহিনসহ ৬ জনকে কামড়ে আহত করে।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তুহিন মারা যায়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল হুদা খান বলেন, শুনেছি তুহিন নামে এক শিশু ভিমরুলের কামড়ে নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও পাঁচ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিএনএনিউজ/হামিমুর রহমান হামিম/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ