27 C
আবহাওয়া
১১:১৪ পূর্বাহ্ণ - জুলাই ৩, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানের কাছেও হারল বাংলাদেশ

পাকিস্তানের কাছেও হারল বাংলাদেশ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে হেরেই চলছে বাংলাদেশ। এবার ধুঁকতে থাকা পাকিস্তানের কাছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট করতে নেমে ব্যর্থ হয় টপ অর্ডার। মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ৪৫ ওভার ১ বলে ২০৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ বলে ৫৬ রান করেন রিয়াদ। এছাড়া লিটন দাস ও ৪৫ ও সাকিব করেন ৪৩ রান। পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি নেন ৩টি উইকেট।

২০৫ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১২৮ রান সংগ্রহ করেন দুই পাক ওপেনার ফকর জামান ও আব্দুল্লাহ শফিক। দুজনেই তুলে নেন ফিফটি।

৬৯ বলে ৬৮ রান করে আউট হন শফিক। এরপর ক্রিজে আসা পাক অধিনায়ক বাবর আজমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ফকর। তবে সুবিধা করতে পারেননি বাবর। দলীয় ১৬০ রানে ১৬ বলে ৯ রান করে আউট হন তিনি।

বাবরের বিদায়ের পর পরই সাজঘরে ফিরে যান ফকর। দলীয় ১৬৯ রানে ৭৪ বলে ৮১ রান করে আউট হন তিনি।

এরপর মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ মিলে ১০৫ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। রিজোয়ান ২১ বলে ২৬ ও ইফতিখার ১৫ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে একাই তিন উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।

এ নিয়ে আসরে সাত ম্যাচে তিনটি জয় পেল পাকিস্তান। তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে আসলো তারা। সেই সঙ্গে টিকিয়ে রাখলো সেমিফাইনালে কোয়ালিফাই করার সম্ভাবনা। অন্যদিকে টানা ষষ্ঠ হার দেখল বাংলাদেশ। একজয়ে অবস্থান টেবিলের নয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৫.১ ওভারে ২০৪ (তানজিদ ০, লিটন ৪৫, শান্ত ৪, মুশফিক ৫, মাহমুদউল্লাহ ৫৬, সাকিব ৪৩, হৃদয় ৭, মিরাজ ২৫, তাসকিন ৬, মুস্তাফিজ ৩, শরিফুল ১*; আফ্রিদি ৯-১-২৩-৩, ইফতিখার ১০-০-৪৪-১, রউফ ৮-০-৩৬-২, ওয়াসিম ৮.১-১-৩১-৩, উসামা ১০-০-৬৬-১)

পাকিস্তান: ৩২.৩ ওভারে ২০৫/৩ (শাফিক ৬৮, ফাখার ৮১, বাবর ৯, রিজওয়ান ২৬*, ইফতিখার ১৭*; তাসকিন ৬-০-৩৬-০, শরিফুল ৪-১-২৫-০, মিরাজ ৯-০-৬০-৩, মুস্তাফিজ ৭-০-৪৭-০, সাকিব ৫.৩-০-৩০-০, শান্ত ১-০-৫-০)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ