25 C
আবহাওয়া
৭:১৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ১৭ ডিসেম্বর ঢাকায় হেফাজতে ইসলামের সম্মেলন

১৭ ডিসেম্বর ঢাকায় হেফাজতে ইসলামের সম্মেলন

হেফাজতে ইসলামের সম্মেলন

বিএনএ ডেস্ক: ১৭ ডিসেম্বর রাজধানীতে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার (৩১ অক্টোবর) সকালে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মীর এ তথ্য নিশ্চিত করে জানান, শুধু হেফাজত ইসলামের উলামা নয়, সার্বজনীনভাবে সর্বস্তরের উলামাদের নিয়ে সম্মেলন করা হবে।

বৈঠকে কারাবন্দী হেফাজত ইসলাম নেতা-কর্মীদের মুক্তি ও নেতাকর্মীদের নামে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত করা সব মামলা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর কাছে হেফাজত ইসলামের পক্ষ থেকে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়া বৈঠকে কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটি সম্প্রসারণ এবং পুনর্বিন্যাস করা হয় এবং চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মাওলানা তাজুল ইসলামকে আহ্বায়ক এবং মাওলানা মাওলানা লোকমান হাকিমকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটির ঘোষণা দেয়া হয়।

এছাড়া জেলা কমিটি গঠন করতে মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ