19 C
আবহাওয়া
৮:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » ২৩ বছর আগে শিশু ধর্ষণ : একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

২৩ বছর আগে শিশু ধর্ষণ : একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

শিশুকে ধর্ষণ

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ২৩ বছর আগে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. শরীফুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় দিয়েছেন।

রায়ের সময় ট্রাইব্যুনালে আসামি শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। শরীফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার লালাপুর এলাকার ফজলুর রহমানের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর পিপি খন্দকার আরিফুল আলম জানান, ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালত নারী ও শিশু (বিশেষ বিধান) আইন ১৯৯৫ সালের ৬(১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বলে তিনি জানান।

উল্লেখ্য, নগরের পাঁচলাইশ থানার বাসিন্দা মো. শরীফুল ইসলাম ১৯৯৮ সালের ২৯ সেপ্টেম্বর প্রতিবেশী ৬ বছরের শিশুটিকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। ওই দিন শিশুর বাবা পাঁচলাইশ থানায় মামলা করেন। পাঁচলাইশ থানার মামলার নম্বর ৪৮৯/১৯৯৮। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর মামলা নম্বর ৭২৫/০২। ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় ৪ জন সাক্ষ্য শেষে আজ রায় দিয়েছেন আদালত।

Loading


শিরোনাম বিএনএ