21 C
আবহাওয়া
১০:৪৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে টাকা খোয়ালেন ব্যবসায়ী

অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে টাকা খোয়ালেন ব্যবসায়ী

অজ্ঞান পার্টি

বিএনএ, ঢাকা: রাজধানীর চকবাজারের বকশিবাজার এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মো. লালন (৪৫) নামে এক ব্যবসায়ী ১লাখ ২০হাজার টাকা খুঁইয়েছেন। রোববার(৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
লালনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আ. মান্নান জানান, ক্যান্টনমেন্ট কচুক্ষেত বাজার মার্কেটে লালনের একটি ব্যাগের দোকান রয়েছে। একই মার্কেটে আমারও দোকান আছে।রোববার সকালে আমি যখন চকবাজারে পাইকারী মার্কেটে যাচ্ছিলাম তখন বকশিবাজার মোড়ে লালনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। লোকজন ভিড় করে দাঁড়িয়ে ছিল।পরে লালনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। ঢামেক জরুরি বিভাগে তার পাকস্থলী পরিষ্কার করানো হয়েছে।
এরপর কিছুটা জ্ঞান ফিরলে ব্যবসায়ী লালন নিজেই জানান, তার কাছে দোকানের মালামাল কেনার জন্য ১লাখ ২০ হাজার টাকা ছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে তার পাকস্থলী পরিষ্কার করা হয়েছে। পরে পরিচিতরা তাকে নিয়ে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও জানান, কাছে থাকা ১ লাখ ২০ হাজার টাকা খোয়া গেছে বলে দাবি করেছে ওই ব্যবসায়ী। বিস্তারিত তদন্তের জন্য থানা পুলিশ কাজ করছেন।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ