বিএনএ, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরে ডুবে নুসাইবা আক্তার (৪) ও ইয়ামিন হাসান (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা চাচাতো ভাইবোন। রোববার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার চেঙ্গাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসাইবা ওই গ্রামের শাহ আলীর মেয়ে এবং ইয়ামিন সালাউদ্দিন মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা পুকুরের ঘাটে রাখা নৌকায় উঠতে গেলে পানিতে পড়ে যায়।
বিকেলে এক প্রতিবেশী পানি তুলতে গিয়ে ইয়ামিনের মরদেহ ভেসে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে। দ্রুত সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, পানিতে ডুবে আপন চাচাতো ভাই বোনের মৃত্যু খবর শুনেছি। পরিবারের অভিযোগ না থাকায় স্বজনরা নিহতদের মরদেহ দাফন করেন।
বিএনএনিউজ/এইচ.এম।