26 C
আবহাওয়া
২:১৮ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীর বনশ্রী খাল থেকে মরদেহ উদ্ধার

রাজধানীর বনশ্রী খাল থেকে মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা: রাজধানীর বনশ্রীর খাল থেকে মাহফুজুর রহমান বিপ্লব (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ । তার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত মাহফুজুর রহমানের বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার মহেষপুর গ্রামের মৃত শামসুল আলমের ছেলে।ঈশ্বরগঞ্জে চায়না প্রজেক্টে কাজ করতেন বিপ্লব। বর্তমানে বনশ্রী জি ব্লকের ১ নম্বর রোডের একটি ভাড়া বাসায় থাকতেন। ৩০ আগস্ট রাতে খিলগাঁও থানায় নিহতের স্ত্রী নুরজাহান মিল্কি নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন।

শনিবার সকালে স্বজনরা খিলগাঁও বসুতি মা ও শিশু হাসপাতালের অপর পাশের খালে বাঁশের ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ পাওয়া যায়।

তিনি জানান, খালের পানিতে মরদেহ ভাসতে থাকায় নৌ পুলিশকে খবর দেওয়া হলে দুপুর দেড়টার দিকে সেখান থেকে মহাফুজুরের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখা গেছে। এছাড়া শরীর কিছুটা পচে ফুলে গেছে। কে বা কাহারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

নিহতের বড় ভাই মাহবুবুল আলম জুয়েল জানান, ১৬-১৭ বছর আগে বিয়ে করে মাহফুজ। তার কোনো সন্তান নেই। ২৯ আগস্ট সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। শনিবার সকালে লোক মারফত খবর পাই, খিলগাঁও বনশ্রী এলকার খালে একটি মরদেহ ভাসছে। সেখানে গিয়ে ছোট ভাইয়ের মরদেহ শনাক্ত করি। তবে কারা তাকে খুন করতে পারে সে বিষয়ে কিছু জানাতে পারেননি মাহবুবুল আলম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের পরিবারের মাধ্যমে জানতে পারি কে বা কারা তাকে হত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএ/আজিজুল, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ