বিএনএ, বিশ্বডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল হুদায়দাহে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আকস্মিক বন্যায় প্রদেশটিতে এখন পর্যন্ত অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।
সাবা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাদেশিক রাজধানী আল হুদায়দা সিটির উত্তরের প্রবেশপথ পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে শত শত বাড়ি, অবকাঠামো। কৃষি জমির মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের বেশ কয়েকটি রাস্তা ভেসে গেছে, ফলে অনেক অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
জাতিসংঘ বলছে, গত জুলাই থেকে ইয়েমেনে মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় বহু মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে প্রায় আড়াই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এর আগে ২০১৫ সালে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের উত্থান ঘটে। এই পরিস্থিতিতে ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। তারপর থেকেই সংঘাত শুরু হয় সরকার সমর্থক এবং হুতি বিদ্রোহীদের মধ্যে।
বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা