26 C
আবহাওয়া
১২:৪৭ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ২ চাঁদাবাজ আটক

চট্টগ্রামে ২ চাঁদাবাজ আটক

চট্টগ্রামে ২ চাঁদাবাজ আটক

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে চাঁদাবাজির অর্থসহ ২ চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-৭। সোমবার (৩০ আগস্ট) রাতে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার। আটককৃতরা হলেন— হাতিয়ার আবুল কালামের ছেলে মো. আজাদ (৩৫) এবং বোয়ালখালীর মৃত দুলাল মিয়ার ছেলে মো. আব্দুল মান্নান (৫৫)।

সহকারী সিনিয়র পরিচালক নুরুল আবছার জানান, সোমবার রাতে অভিযান চালিয়ে ২ জন চাঁদাবাজকে আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কাভার্ডভ্যান, সিএনজি, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছে। আটকের পর দেহ তল্লাশী করে নগদ অর্থ জব্দ করা হয়। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ