20.7 C
আবহাওয়া
৪:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সাতকানিয়ায় ওসিসহ পাঁচ পুলিশকে বদলি

সাতকানিয়ায় ওসিসহ পাঁচ পুলিশকে বদলি


বিএনএ, চট্টগ্রাম: সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের সাতকানিয়ায় বেড়েছে খুনের ঘটনা। এছাড়াও কিশোর গ্যাং ও সন্ত্রাসী কার্যক্রম বেড়ে যাওয়ায় থানার আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠেছে। থানার এসব সন্ত্রাসী কর্মকান্ড নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ওসি প্রিটন সরকারকে (বিপি-৭৯০৬০৯৯৩০৯) সরিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি সাতকানিয়া থানার চারজন এসআই ও একজন এএসআইকেে তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে বদলি করা হয়েছে।
গত রোববার (২৮ জুলাই) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা স্বাক্ষরিত এক আদেশে বিতর্কিত এই ওসিকে রাঙামাটি পার্বত্য জেলায় বদলি করা হয়েছে। এই বদলি ‘শাস্তিমূলক’ বলে পুলিশসূত্র নিশ্চিত করেছে।
এদিকে রোববার (২৮ জুলাই) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ স্বাক্ষরিত এক অফিস আদেশে চট্টগ্রাম রেঞ্জে কর্মরত পুলিশ পরিদর্শক মিজানুর রহমানকে জনস্বার্থে সাতকানিয়া থানার অফিসার-ইনচার্জ (ওসি) পদে পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে— এমন কথা জানানো হয় ওই আদেশে।
এছাড়াও মঙ্গলবার (৩০ জুলাই) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার স্বাক্ষরিত অপর এক অফিস আদেশে একসঙ্গে সাতকানিয়া থানার চারজন এসআই ও একজন এএসআইকে তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে বদলি করা হয়েছে। এর মধ্যে এসআই মোস্তাক আহাম্মদকে (বিপি-৮৪১৩১৫৩১৫৭) ‘প্রশাসনিক কারণে’ খাগড়াছড়ি জেলায়, এসআই মো. রাজু আহমেদকে (বিপি-৮৬১৪০৮৮৭৪১) ‘জনস্বার্থে’ খাগড়াছড়ি জেলায়, এসআই আব্দুর রবকে (বিপি-৭২৯২০৪৩৬৬৯) ‘প্রশাসনিক কারণে’ রাঙামাটি জেলায়, এসআই মো. আলাউদ্দিনকে (বিপি-৮২০২০২১৩৬০) ‘প্রশাসনিক কারণে’ বান্দরবান জেলায়, এএসআই জহিরুল ইসলামকে (বিপি-৮৩০২০৬৪৭২৯) ‘জনস্বার্থে’ কক্সবাজার জেলায় বদলি করা হয়েছে।
এই পাঁচ পুলিশ সদস্যকে বদলির আদেশপ্রাপ্ত জেলা বা ইউনিটে যোগদান করার জন্য চূড়ান্ত ছাড়পত্র গ্রহণ করতে আগামী বৃহস্পতিবারের (১ আগস্ট) মধ্যে রিজার্ভ অফিস চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়পত্র প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় শুক্রবার (২ আগস্ট) থেকে তাদের ‘তাৎক্ষণিক অবমুক্ত’ বা স্ট্যান্ড রিলিজ করা হবে।
বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ