33 C
আবহাওয়া
৩:২১ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ইউক্রেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ইউক্রেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

argentina

স্পোর্টস ডেস্ক: ‘বি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার রাতে ইউক্রেনকে ০-২ গোলে হারিয়ে অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট তাদের। আরেক ম্যাচে ইরাককে ০-৩ গোলে হারিয়ে এই গ্রুপের শীর্ষে থেকে পরের পর্বে খেলবে মরক্কো। মঙ্গলবার ভিন্ন ভিন্ন ম্যাচে হারে বিদায় নিয়েছে মরক্কো ও ইউক্রেন।

ইউক্রেনের বিপক্ষে হারলে ছিটকে যেতে হবে—এমন ম্যাচে শুরু থেকে চেষ্টা করেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ফিরেই দ্বিতীয় মিনিটে চোখ ধাঁধানো শটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন থিয়াগো আলমাদা। মাঝমাঠে ক্রিস্তিয়ান মেদিনার কাছ থেকে পাওয়া বল টেনে নিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া জোড়াল শটে স্কোর করেন তিনি।

এরপর ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাউদিও এচেভেরি। মেদিনার নেওয়া শট ইউক্রেনের গোলরক্ষক ফিরিয়ে দিলে সেটি ফাঁকায় পান ক্লাউদিও। জালে জড়াতে ভুল করেননি তিনি।

এদিকে মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মিসর। হারলেও ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের পর্বে খেলবে স্পেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ