27 C
আবহাওয়া
১:০৩ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আওয়ামী লীগের ব্যয়ের চেয়ে আয় বেশি

আওয়ামী লীগের ব্যয়ের চেয়ে আয় বেশি

সোমবার ইসিতে হিসাব জমা দেবে আওয়ামী লীগ

বিএনএ, ঢাকা: নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২০২২ সালে দলটির আয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।

সোমবার (৩১ জুলাই) নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া দলটির পঞ্জিকা বছরের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ইসিতে জমা দেওয়া দলটির হিসাব অনুযায়ী, ২০২২ সালে দলটির আয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। আর ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। সে হিসাবে উদ্বৃত্ত ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। আর মোট ব্যাংকে স্থিতির পরিমাণ ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।

যেখানে ২০২১ সালে দলটির আয় ছিল ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। আর ব্যয় হয়েছিল ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা।

এ ছাড়া ২০২০ পঞ্জিকা বছরে দলটির আয় ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। আর ব্যয় ছিল ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা।

এরআগে গতকাল রোববার নির্বাচন কমিশন সচিবের কাছে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেয় বিএনপি। জমা দেওয়া বিবরণী অনুযায়ী, ২০২২ সালে বিএনপির ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে। ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা ব্যয়ের বিপরীতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। সে হিসাবে উদ্বৃত্ত রয়েছে ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।

প্রসঙ্গত, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিরও) ১৯৭২ অনুসারে, সব নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের আগে তাদের আর্থিক বিবরণী জমা দিতে হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ