বিএনএ,ফেনী:আতঙ্কিত না হয়ে সচেতন হোন, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন এ শ্লোগানে ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩১ জুলাই) দুপুরে ফেনী পৌরসভার আয়োজনে পৌর চত্বরে প্রধান অতিথি হিসেবে র্যালীর উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী’র সভাপতিত্বে র্যালীতে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
ফেনী জেলা স্বেচ্ছাসেবক সংগঠন ও ফেনীতে কর্মরত এনজিও সমূহের সহযোগিতায় পৌর চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী শুরু হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন,ওজি