বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে জুয়ার আসর থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ডেবারপাড়ের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার ২৭০ টাকা এবং ৩ প্যাকেট তাস উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. রাসেল মিয়া (৩৫), মো. ফয়সাল মিয়া (২৬), নজরুল ইসলাম (৪০), মো. এলাক মিয়া (৪৩), মো. নাজিম আহমেদ (২৬), বাবুল মিয়া (৩০), মো. রাজু মেলকার (৩৪), মো. আব্দুল গণি (৪৫) ও মো. বকুল ইসলাম (২০)।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্রাবাদ ডেবারপাড়ে একটি বাসায় জুয়ার আসর৯ জুয়াডিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই নিম্ন আয়ের মানুষ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বিএনএনিউজ২৪/আমিন