বিনোদন ডেস্ক: ওপার বাংলার তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও পিংকি বন্দ্যোপাধ্যায়। সুখী দম্পতি হিসেবেই তাদের খ্যাতি ছিলো। হঠাৎই ঘটে ছন্দপতন। টিভি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে কাঞ্চনের পরকীয়ার অভিযোগ করেন তার স্ত্রী পিংকি। তাদের সেই দ্বন্দ্ব মামলা পর্যন্ত গড়িয়েছে।
বর্তমানে নিজের কাজ ও পরিবার নিয়ে ব্যস্ত সময় পার করছেন পিংকি। অন্যদিকে কাঞ্চন তার রাজনৈতিক কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে তাদের সেই দ্বন্দ্বের বিষয়টি অনেকটা আড়ালে চলে গিয়েছে।
কাঞ্চনের স্ত্রী পিংকি বলেন, অতীত ভুলে শান্তিতে আছি। পুরোনো ঘটনা মনে করতে চাই না। তাই এ নিয়ে কোনো মন্তব্য করব না। শুটিং, শো, সন্তান নিয়ে খুব ব্যস্ত; দম ফেলার ফুসরত পাচ্ছি না।
উল্লেখ্য, কাঞ্চন মল্লিক একজন বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, বাঙালি নাট্যশিল্পী। তিনি কাঞ্চন মহাকাল এবং রঞ্জনা আমি আর আসবনা মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি নাট্যদল স্বপ্নসন্ধানীতে কাজ করেছেন। মল্লিক ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া আসনে সর্বভারত তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হন।
বিএনএনিউজ২৪/এমএইচ