20 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » স্বাস্থ্যবিধি না মানায় ৩০ ব্যবসায়ীকে জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় ৩০ ব্যবসায়ীকে জরিমানা

জরিমানা ভ্রাম্যমাণ আদালতে

বিএনএ,চট্টগ্রাম: কঠোর লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি না মানায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন কাঁচা বাজারের ৩০ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।  এসময় ৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

শুক্রবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নগরীর আগ্রাবাদ চৌমুহনী কর্ণফুলী বাজার, কাজীর দেউড়ি বাজার, সিরাজউদদৌলা সড়ক বাজার, লালখানবাজারের কাঁচাবাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, সাপ্তাহিক ছুটির দিন বাজারে মানুষের ভিড় থাকে। সেখানে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে না চলার অভিযোগ আসে আমাদের কাছে। তাই নগরীর বিভিন্ন কাঁচাবাজারে সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়। অধিকাংশ সবজি বিক্রেতার মুখে মাস্ক ছিল না। স্বাস্থ্যবিধি না মানায়, মাস্ক না পরে পণ্য বিক্রি, সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে ৩০ ব্যবসায়ীকে ৫ হাজার ৮শ’ টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসনের এই অভিযান চলামান থাকবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ