19.5 C
আবহাওয়া
৪:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিচ্ছে জান্তা সেনারা

মিয়ানমারে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিচ্ছে জান্তা সেনারা

মিয়ানমারে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিচ্ছে জান্তা সেনারা

বিশ্ব ডেস্ক : মিয়ানমারে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দিচ্ছে জান্তা সেনারা। গত এক সপ্তাহে সাগাইং অঞ্চলের পাঁচটি টাউনশিপে কয়েক হাজার বাড়ি আগুনে পুড়ে দিয়েছে বলে জানিয়েছে ইরাবতি নিউজ।

মিয়ানমারের সরকার সপ্তাহান্তে সাগাইং অঞ্চলের পাঁচটি টাউনশিপের ১০টি গ্রামে বিমান হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে, হাজার হাজার বেসামরিক লোককে বাস্তুচ্যুত করে। জনতা প্রতিরক্ষা বাহিনী (পিডিএফ) তা মা সে গ্রামে জান্তা সৈন্যদের আক্রমণ করার পরে মায়াং টাউনশিপকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

সিভিল ডিফেন্স সিকিউরিটি অর্গানাইজেশন মায়াউং-এর প্রধান কো নওয়ে ওও বলেছেন, ১০ জন জান্তা সৈন্য নিহত হওয়ার পর একটি হেলিকপ্টার দিয়ে গ্রামের উপরে গুলি বর্ষন, সৈন্যরা গ্রামে অভিযান চালিয়ে নির্বিচারে বাড়ি বাড়ি অগ্নিসংযোগ করেছে।

জান্তা সৈন্যরা জা ইয়েট গন গ্রামে আগুন দিয়ে সহস্রাধিক বাড়িঘর পুড়িয়ে দেয়। আয়াদাউ টাউনশিপের অন্তত পাঁচটি গ্রাম এবং তাবায়িন (ডেপাইন নামেও পরিচিত) টাউনশিপের একটি গ্রাম পুড়ে দিয়েছে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। উত্তর আয়াদাও থেকে বেসামরিক নাগরিকরা ১০০ জনেরও বেশি সেনার অভিযান এড়াতে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

মিয়ানমার সরকারের সৈন্যরা ইয়ানমাবিন টাউনশিপের লা এনগাউক গ্রামের প্রায় ২০০টি বাড়ি , ইয়িনমাবিন এবং প্যালে শহরে ২০০০ এরও বেশি বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। “একটি বাড়ি তৈরি করতে গ্রামবাসীদের কমপক্ষে ১০ বছর সময় লাগে। এখন সেগুলি কয়েক মিনিটের মধ্যে ছাই হয়ে গেছে,” একজন সন্ন্যাসী বলেন। তার শ্বে সানপিন সন্ন্যাসী স্কুল 500 টিরও বেশি উদ্বাস্তুকে আশ্রয় দিচ্ছে।

খিন-ইউ পিডিএফ-এর প্রধান বো থানমানির মতে, শাসক সৈন্যরা খিন-ইউ টাউনশিপের থায়াতকোনে গ্রামেও অভিযান চালায়, সেখানে কামান থেকে গোলা ছোঁড়া হয়। সরকারি সৈন্যদের অভিযোগ সেখানে সরকার প্রতিরোধ বাহিনীকে সেখানে আশ্রয় দেয়া হয়েছে। অভিযানে সৈন্যরা গ্রামের প্রায় ৮০টি বাড়ি পুড়ে দিয়েছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ