14 C
আবহাওয়া
৭:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে আধিপত্য নিয়ে গোলাগুলিতে নিহত ২

কক্সবাজারে আধিপত্য নিয়ে গোলাগুলিতে নিহত ২

কক্সবাজারে

বিএনএ, কক্সবাজার : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের রুমালিয়ারছড়া এলাকায় দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় দুই জন নিহত হয়েছে। সোমবার (৩১ মে) বিকেলে রুমালিয়ারছড়ার সিকদার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

 নিহতরা হলেন রুমালিয়ারছড়া এলাকার লেদু মিয়ার ছেলে মোহাম্মদ সাহেদ (২৮) তার সহযোগী বাঁচামিয়ার ঘোনা এলাকার নুরুল করিমের ছেলে রায়হানুল ইসলাম রায়হান (২৫)

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার শীর্ষ সন্ত্রাসী রায়হান বাহিনীর সঙ্গে বিডিআর ক্যাম্প এলাকার আশু বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে সোমবার বিকালে দুই বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনায় শাহেদ রায়হান বাহিনীর প্রধান রায়হান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

পুলিশ জানায়, দুই গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে এর আগেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রুপের সদস্যদের গ্রেপ্তার করলেও জামিনে বেরিয়ে আবারো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, বিজিবি ক্যাম্প এলাকার আশু আলী বাহিনীর সঙ্গে রুমালিয়ারছড়া এলাকার রায়হান বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনায় দুইজন মারা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ নিহতের লাশ উদ্ধার করেছে। এছাড়া হাসপাতালে আহত অবস্থায় হাসান নামের আরেকজন চিকিৎসাধীন রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ