14 C
আবহাওয়া
১১:৩৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত


বিএনএ, ঢাকা : রাজধানীর তেজগাঁও এফডিসি সামনে রেললাইনে তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পরিচয়বিহীন(৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। রোববার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিষয়টি নিশ্চিত করে বলেন, তেজগাঁও এফডিসি সামনে রেললাইনে চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন।

তিনি আরও বলেন, আমরা মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। নিহত ব্যক্তির পরনে ছিল জিন্স প্যান্ট ও টি-শার্ট। এলাকার লোকজনের কাছে জানা গেছে ওই ব্যক্তির মানসিক সমস্যা ছিল।
বিএনএনিউজ/আজিজুল, জেবি

Loading


শিরোনাম বিএনএ