বিএনএ ক্রীড়া ডেস্ক: কোপা আমেরিকা নিয়ে আগে থেকেই শঙ্কা ছিল।অবশেষে সেটি সত্যি হলো।করোনার কারণে আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকার এবারের আসর। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
তবে বিকল্প আয়োজক দেশের নামও চূড়ান্ত করেনি সংস্থাটি।বিকল্প আয়োজক হিসেবে বিভিন্ন গণমাধ্যমে চিলি ও যুক্তরাষ্ট্রের নাম আসছে ।
আগামি ১৩ জুন কলম্বিয়া ও আর্জেন্টিনায় লাতিন আমেরিকার বিশ্বকাপ খ্যাত কোপা আমেরিকার আসর শুরু হওয়ার কথা ছিল।কিন্তু সরকার বিরোধী সহিংস আন্দোলনের কারণে প্রথমে কলম্বিয়ার নাম স্বাগতিকের তালিকা থেকে বাদ দেয় কনমেবল।এরপর একক আয়োজক হওয়ার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু দেশটিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চলছে কঠোর বিধিনিষেধ; বন্ধ রয়েছে ঘরোয়া ফুটবল কার্যক্রমও। তাই আর্জেন্টিনার নামও তালিকা থেকে বাদ দেয়া হলো।
তবে, কে হচ্ছে মহাদেশীয় এই টুর্নামেন্টের আয়োজক? এই প্রশ্নের উত্তর খুঁজছে ফুটবল প্রেমীরা। কনমেবল বলছে, শিগগিরই নতুন আয়োজকের নাম জানিয়ে দেয়া হবে ।
আর্জেন্টিনার ফুটবল সংক্রান্ত সংবাদ প্রকাশ করে থাকে মুন্ডো আলবিসেলেস্তে। তারা জানিয়েছে, চিলি অথবা যুক্তরাষ্ট্র আয়োজক হতে ইচ্ছা প্রকাশ করেছে। বাকিটা জানার জন্য অপেক্ষা করতে হবে।
বিএনএনিউজ/আরকেসি