17 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ৮ দলকে আলোচনার চিঠি দিল ইসি

৮ দলকে আলোচনার চিঠি দিল ইসি

ইসি

বিএনএ ডেস্ক: বিএনপিকে আলোচনার জন্য ডেকে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন প্রত্যাখ্যাত হলেও সংলাপ বর্জন করা ৮ দলকে ফের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপির মতোই দলগুলোকে তাদের সুবিধাজনক সময় নির্ধারণ করতেই বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, সংশ্লিষ্ট দলগুলোর সাধারণ সম্পাদক/মহাসচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

অনানুষ্ঠানিক আলোচনার জন্য যে দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আগে বিএনপির মতোই ইসির আনুষ্ঠানিক সংলাপে অংশ নেয়নি।

সংলাপ বর্জন করা যে ৮ দলকে চিঠি দিল ইসি: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল) ও বাংলাদেশ কল্যাণ পার্টি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ