26 C
আবহাওয়া
৫:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » লিবিয়ায় বাংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলী মুক্ত

লিবিয়ায় বাংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলী মুক্ত

লিবিয়ায় বাংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলী মুক্ত

বিএনএ, ঢাকা: লিবিয়ার ত্রিপোলিতে নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান ও তাঁর সঙ্গী প্রকৌশলী সাইফুল ইসলাম মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) লিবিয়ার স্থানীয় সময় বিকেল ৩ টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) তাদেরকে ছেড়ে দেয়া হয়।

মুক্তি পাওয়ার পর সাংবাদিক জহিদুর রহমান রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশি কয়েকটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে। এসময় সরকার, দেশবাসীসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

গত ২১ মার্চ লিবিয়ায় যান বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান। ২৩ মার্চ থেকে ৫ দিন তিনি নিখোঁজ ছিলেন তিনি ও তার সঙ্গীরা। নিখোঁজ হন বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও লিবিয়ান গাড়ি চালক মোহাম্মদ খালেদ।

২৮ মার্চ লিবিয়া কর্তৃপক্ষ জানায়, বংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলী সরকারি কর্তৃপক্ষের হেফাজতে আছেন। এরপরই তাদের মুক্ত করার উদ্যোগ নেয় দূতাবাস। বুধবার লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান দেশটির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে জানান, বাংলাদেশি সাংবাদিক ও প্রকৌশলী মুক্ত। প্রকৌশলী সাইফুল ইসলাম তার পরিবারের কাছে ফিরে গেছেন। আর সাংবাদিক জাহিদুর শিগগির ঢাকায় ফিরবেন।

বিএনএ/ এ আর

 

 

Loading


শিরোনাম বিএনএ