21 C
আবহাওয়া
৯:২৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ‘জাটকা ধরলে কঠোর ব্যবস্থা’

‘জাটকা ধরলে কঠোর ব্যবস্থা’

'জাটকা ধরলে কঠোর ব্যবস্থা'

বিএনএ, ঢাকাজাটকা ধরায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার (৩১ মার্চ) মুন্সিগঞ্জের লৌহজংয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২’ এর উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

মন্ত্রী বলেন, আইন লঙ্ঘনের এখতিয়ার কাউকে দেয়া হবে না। কিছু দুর্বৃত্ত দরিদ্র মৎস্যজীবীদের ব্যবহার করে নিষিদ্ধ সময়ে তাদের জাটকা শিকারে পাঠায়। জাটকা শিকারের নেপথ্যে থাকা ব্যক্তি যারা অবৈধ জাল তৈরি ও ব্যবহার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বরফ কল বন্ধ রাখতে হবে, যাতে দুষ্টু লোকরা জাটকা আহরণ করে সেটা সংরক্ষণ করতে না পারে।

রেজাউল করিম জানান, বাজারে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। জাটকা উঠানো হলে তাদের আইনের মুখোমুখি হতে হবে। ইলিশ সম্পদ নষ্ট করার সুযোগ কোনো দুর্বৃত্তকে দেয়া যাবে না।

উদ্বোধন অনুষ্ঠান শেষে মুন্সিগঞ্জের লৌহজংস্থ পদ্মা নদীতে বর্ণাঢ্য নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ