24 C
আবহাওয়া
১০:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ‘শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মই হাতিয়ার’

‘শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মই হাতিয়ার’

'শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মই হাতিয়ার'

বিএনএ, ঢাকাশিল্প বিপ্লবের বড় হাতিয়ার রোবটিক্স, এআই, আইওটি, ব্লকচেইনসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল প্রযুক্তি। প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মের মেধাবীরা দেশের হাতিয়ার। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (৩০ মার্চ) ঢাকায় বিডি গার্লস কোডিং কন্টেস্ট ২০২২-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, নতুন যুগের উপযোগী হিসেবে নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের গড়ে তুলতে হবে। নিজেদেরকে প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এই প্রতিযোগিতাকে জীবনের শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন মন্ত্রী।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আজকের পৃথিবীতে ডিজিটাল দক্ষতা না থাকলে কোন অবস্থাতেই অগ্রসর হওয়া যাবে না।  প্রোগ্রামিং কাজটি শ্রেষ্ঠ পেশা। এ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারলে কেউ পিছিয়ে রাখতে পারবে না।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোস্তাফা জব্বার বলেন, বাবার নাম বা স্বামীর পরিচয়ে নয়, তোমরা তোমাদের নিজের পরিচয়ে বিশ্ব জয় করবে। তোমরা রোবট বানাবে উন্নত বিশ্ব সেই রোবট ব্যবহার করবে।

বিএনএ/ এ আর

 

 

Loading


শিরোনাম বিএনএ