WOMEN’S CRICKET WORLD CUP 2022
আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২(ICC Women’s Cricket World Cup 2022) দ্বিতীয় সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ইংল্যান্ড নারীদল ফাইনালে উঠেছে। বৃহস্পতিবার(৩১মার্চ) সকালের এই খেলায় সাউথ আফ্রিকাকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারায়।SOUTH AFRICA V ENGLAND
আগামী ৩ এপ্রিল ইংল্যান্ড নারীদল ফাইনালে বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে।
বৃহস্পতিবারের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে সাউথ আফ্রিকা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ফলে প্রথমে ব্যাট করেছে ইংল্যান্ড নারী দল। তারা ৫০ওভার খেলে ৮উইকেট হারিয়ে ২৯৩রান সংগ্রহ করে।
জয়ের লক্ষে সাউথ আফ্রিকার নারীরা খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৩৮ ওভারে ১৫৬রান করতে সক্ষম হয়।
ইংল্যান্ডের ডানিয়েল ওয়াইট ১২৫বলে ১২৯ রান, সোফিয়া ৭২বলে ৬০ রান, অ্যামি জোনস ৩২বলে ২৮ রান,নাতালিয়া সিভার ১৮বলে ১৫ রান করেন।
ইংল্যান্ডের সোফি ইকলেসটোন ৩৬রান দিয়ে ৬ইউকেট নিয়ে রেকর্ড সৃষ্ঠি করেছেন।
অন্যদিকে সাউথআফ্রিকার পক্ষে সর্বোচ্চ রান করেন মিগনন ডুপ্রিজ ৪৮বলে ৩০ রান, লারা গুডঅল ৪৯বলে ২৮রান এবং সানি লুওইস ২৪বলে ২১রান সংগ্রহ করেন।
দলটির পক্ষে ৪৬ রান দিয়ে ৩উইকেট পান সাবনিল ইসমাইল, মারিজাননি কাপ ৫২রান দিয়ে ২উইকেট পেয়েছেন।
বিএনএনিউজ২৪.জিএন