22 C
আবহাওয়া
১২:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » করোনা সংক্রমণরোধে ফোন-অ্যাপস দিয়ে শেয়ার লেনদেনের পরামর্শ

করোনা সংক্রমণরোধে ফোন-অ্যাপস দিয়ে শেয়ার লেনদেনের পরামর্শ

করোনা সংক্রমণরোধে ফোন-অ্যাপস দিয়ে শেয়ার লেনদেনের পরামর্শ

বিএনএ, ঢাকা : মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনা মেনে শেয়ারবাজারের কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা, উভয় স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে বলা হয়েছে।

সরকারের নেওয়া ১৮ দফা সিদ্ধান্তকে শতভাগ যৌক্তক বলে মনে করে নিংন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এমন পরিস্থিতিতে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে কমিশনসহ স্টক এক্সচেঞ্জের কর্মকর্তা-কর্মচারী এবং বিনিয়োগকারী-দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।

ব্রোকারেজ হাউজে ভিড় না জমিয়ে বাসায় থেকে মোবাইলে বা ইন্টারনেটভিত্তিক লেনদেন করতে পারেন বিনিয়োগকারীরা। এ বিষয়টি নিশ্চিত করতে সব ব্রোকারেজ হাউজকে পরামর্শ দেবে উভয় স্টক এক্সচেঞ্জসহ ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। একইভাবে মার্চেন্ট ব্যাংকে পরামর্শ দেবে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বিএসইসিসহ স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংকের কার্যক্রম পরিচালনা করতে হবে। একইসঙ্গে বিনিয়োগকারীদেরও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ পরিস্থিতিতে ব্রোকারেজ হাউজে ভিড় না জমিয়ে, বাসায় থেকে লেনদেন করতে পারেন বিনিয়োগকারীরা।

সম্প্রতি দেশের করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার (২৯ মার্চ) ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার। এর মধ্যে কর্মক্ষেত্রে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা, জনসাগম নিরুৎসাহিত করা, ৫০ ভাগ জনবলে অফিস পরিচালনা, অসুস্থ বা পঞ্চান্নোর্ধ বয়সের কর্মীদের বাসায় থেকে কাজ করাসহ সভা-সেমিনার অনলাইনে করার নির্দেশনা রয়েছে। বুধবার (৩১ মার্চ) থেকে এ নির্দেশনা কর্যকর হবে।

Loading


শিরোনাম বিএনএ