বিএনএ ডেস্ক:বেসরকারি স্কুল কলেজের সংশোধিত এমপিও নীতিমালা-২০২১ ও জনবল কাঠামো জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রায় দেড় বছর সংযোজন বিয়োজন করার পর নীতিমালাটি জারি করা হল। ফলে যেকোনো মুহূর্তে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন নিতে আর কোনো বাধা রইল না।
নতুন নীতিমালায় মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের যোগ্যতায় পরিবর্তন আনা হয়েছে। সহকারী প্রধান শিক্ষক পদের ৩ বছরের অভিজ্ঞতাসহ এমপিওভুক্ত শিক্ষক হিসেবে মোট ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেই প্রধান শিক্ষক পদে আবেদনের সুযোগ দেওয়া হবে।
অথচ ২০১৮ সালে জারি হওয়া এমপিও নীতিমালায় দেখা যায়, ১০ বছরের সহকারী শিক্ষকতা অভিজ্ঞতার ভিত্তিতে সহকারী প্রধান শিক্ষক। এবং সহকারী প্রধান হিসেবে ৩ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে প্রধান শিক্ষক পদে আবেদন করা যেত।
সোমবার (২৯ মার্চ) ৪৪ পাতার প্রকাশিত নীতিমালাটি বেশকিছু পরিবর্তন এসেছে। নতুন নীতিমালায় সহকারী শিক্ষকরা ১০ম গ্রেড পাওয়ার ১০ বছর পূর্তিতে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেড পেয়ে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি পাবেন। আর উচ্চমাধ্যমিক কলেজের প্রভাষকরা এমপিওভুক্তির ৮ বছর পূর্তিতে প্রভাষকের মোট পদের ৫০ শতাংশ মূল্যায়নের ভিত্তিতে জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি পাবেন। ১০০ নম্বরের মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতি পাবেন তারা।