24 C
আবহাওয়া
১২:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ৮৪ জন নতুন মুখের সংসদ সদস্যের পদযাত্রা

৮৪ জন নতুন মুখের সংসদ সদস্যের পদযাত্রা

৮৪ জন নতুন মুখের সংসদ সদস্যের পদযাত্রা

।। রেহানা ইয়াসমিন ।।

বিএনএ, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২২৩টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। নিরঙ্কুশ এই জয়ের ফলে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করলো ক্ষমতাসীন দল। শেষ হয়ে গেল একাদশ জাতীয় সংসদের মেয়াদ। একাদশ সংসদের সর্বোচ্চসংখ্যক ২৫টি অধিবেশন বসেছে। শুরু হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা।

সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।

দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ২২৩, স্বতন্ত্র সংসদ সদস্য ৬২, জাতীয় পার্টির ১১, জাতীয় সমাজতান্ত্রিক দলের ১, ওয়ার্কার্স পার্টির ১ আর কল্যাণ পার্টির ১ জন সংসদ সদস্য আছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৮টিতে নৌকার প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে ১০৪টি আসনে প্রার্থী বদল করেছে দলটি। এর মধ্যে নতুন মুখ হিসেবে এবার ৮৪ জন মনোনয়ন পেয়েছেন।

সেই ৮৪ জন সংসদ সদস্য হলেন-

ঢাকা বিভাগ
মো. আওলাদ: ঢাকা-৪, মোল্লা সজল: ঢাকা-৫, সাঈদ খোকন: ঢাকা-৬, সোলাইমান সেলিম: ঢাকা-৭, ফেরদৌস আহমেদ: ঢাকা-১০, ওয়াকিল উদ্দিন: ঢাকা-১১, মাইনুল হোসেন খান: ঢাকা-১৪, খসরু চৌধুরী: ঢাকা-১৮, সাইফুল ইসলাম: ঢাকা-১৯, রুমানা আলী: গাজীপুর -৩, একে আজাদ: ফরিদপুর-৩, মো. ফয়সাল: মুন্সীগঞ্জ-৩, সালাউদ্দিন মাহবুব: মানিকগঞ্জ-১, জাহিদ হাসান: মানিকগঞ্জ-২।

চট্টগ্রাম বিভাগ
একরামুজ্জামান: ব্রাহ্মণবাড়িয়া-১, মো. মঈনুদ্দিন: ব্রাহ্মণবাড়িয়া-২, আবদুস সবুর: কুমিল্লা-১, আবদুল মজিদ: কুমিল্লা-২, জাহাঙ্গীর আলম সরকার: কুমিল্লা-৩, আবুল কালাম আজাদ: কুমিল্লা-৪, এম এ জাহের: কুমিল্লা-৫, আবু জাফর মো. মহিউদ্দন: কুমিল্লা-৮, সেলিম মাহমুদ: চাঁদপুর-১, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম: ফেনী-১, মো. আবদুল্লা: লক্ষীপুর-৪, মাহবুবুর রহমান: চট্টগ্রাম-১, খাদিজাতুল আনোয়ার সনি: চট্টগ্রাম-২, এসএম আল মামুন: চট্টগ্রাম-৪, আবদুচ ছালাম: চট্টগ্রাম-৮, মোতাহেরুল ইসলাম: চট্টগ্রাম-১২, আবদুল মোতালেব: চট্টগ্রাম-১৫, মুজিবুর রহমান: চট্টগ্রাম-১৬, মুহাম্মদ ইব্রাহিম: কক্সবাজার-১।

সিলেট বিভাগ
রণজিৎ সরকার: সুনামগঞ্জ -১, মো. সাদিক: সুনামগঞ্জ-৪, সফিউল আলম: মৌলভীবাজার-২, জিল্লুর রহমান: মৌলভীবাজার-৩, মায়েজ উদ্দিন: হবিগঞ্জ-২, সায়েদুল হক সুমন: হবিগঞ্জ-৪, হুসামুদ্দিন চৌধুরী: সিলেট-৫।

রংপুর বিভাগ
নাঈমুজামান ভূইয়া: পঞ্চগড়-১, মাজহারুল ইসলাম: ঠাকুরগাঁও-২, বিপ্লব হাসান: কুড়িগ্রাম-৪, মো. আসাদুজ্জামান: রংপুর-১, নাহিদ নিগার: গাইবান্ধা-১, সাইফুল আল মেহেদি: বগুড়া-৩, মজিবুর রহমান মজনু: বগুড়া-৫, মো. মোস্তফা আলম: বগুড়া-৭, শফিকুর রহমান বাদশা: রাজশাহী-২, আসাদুজ্জামান আসাদ: রাজশাহী ৩, আবুল কালাম: রাজশাহী-৪, জান্নাত আরা: সিরাজগঞ্জ-২, গালিবুর রহমান: পাবনা-৪।

বরিশাল বিভাগ
গোলাম সরোয়ার টুকু: বরগুনা-১, আবদুল হাফিজ মল্লিক: বরিশাল-৬, শামীম শাহ নেওয়াজ: পিরোজপুর-৩, আবদুল হাফিজ মল্লিক: বরিশাল-৬, মহিউদ্দিন মহারাজ: পিরোজপুর-২, সুলতানা নাদিরা: বরগুনা-২।

খুলনা বিভাগ
কামরুল আরেফিন: কুষ্টিয়া-২, নাসের শাহরিয়ার: ঝিনাইদহ-২, সালাউদ্দিন মিয়াজি: ঝিনাইদহ-৩, তৌহিদুর রহমান: যশোর-২, এনামুল হক: যশোর -৪, ইয়াকুব আলী: যশোর-৫, আজিজুল ইসলাম: যশোর-৬, সাকিব আল হাসান: মাগুরা-১, বদিউজ্জামান: বাগেরহাট-৪ ,এস এম কামাল: খুলনা-৩, মো. রশীদুজ্জামান: খুলনা-৬, ফিরেনাজ আহমেদ: সাতক্ষীরা-১, আসরাফুজ্জামান: সাতক্ষীরা-২, আতাউল হক: সাতক্ষীরা-৪।

ময়মনসিংহ বিভাগ
ছানোয়ার হোসেন: শেরপুর-১, নুর মোহাম্মদ: জামালপুর-১, আবদুর রশিদ: জামালপুর-৪, আবদুল কালাম: জামালপুর-৫, মাহমুদুল হক সায়াম: ময়মনসিংহ-১, নজরুল ইসলাম: ময়মনসিংহ-৫, আবদুল মালেক সরকার: ময়মনসিংহ-৬, আনিসুজ্জমান: ময়মনসিংহ-৭, মাহমুদ হাসান সুমন: ময়মনসিংহ-৮, আবদুল ওয়াহেদ: ময়মনসিংহ-১১, অহমেদ হোসেন: নেত্রকোনা-৫।

নতুন সংসদের সদস্যদের আসন বিন্যাস করা হয়েছে আগেই। প্রথমবারের মত নির্বাচিত সংসদ সদস্যদের সংসদের কার্যক্রম বিষয়ে দুইদিনের ‘ওরিয়েন্টশন’ দেওয়া হয়েছে। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ এক বিজ্ঞপ্তিতে এই এলাকায় যান চলাচল সীমিত করেছেন বলে জানা যায়।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন