25 C
আবহাওয়া
৪:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নির্বাচনে পরাজিত হয়ে ওসিসহ ৫ পুলিশকে পিটিয়ে জখম

নির্বাচনে পরাজিত হয়ে ওসিসহ ৫ পুলিশকে পিটিয়ে জখম

নির্বাচনে পরাজিত হয়ে ওসিসহ ৫ পুলিশকে পিটিয়ে জখম

বিএনএ, টাঙ্গাইল : নির্বাচনের ভোটে হেরে টাঙ্গাইলের দুই কাউন্সিলর প্রার্থী মির্জাপুর থানা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে থানার ওসিওসি মো. রিজাউল হকসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। এসময় ওসির গাড়িতেও হামলা চালিয়ে ভাংচুর করা হয়।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ড আম্মাতুননেছা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যায় ভোট গণনা শেষে হাফিজুর রহমান টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে বিজয়ী হন। ফলাফল ঘোষণা করে ব্যালট বাক্সসহ নির্বাচনী মালামাল নিয়ে আসার পথে ভোট কেন্দ্রের অল্প দূরে পরাজিত কাউন্সিলর প্রার্থী মিন্টু মিয়া ও সাজু মিয়ার নেতৃত্বে তাদের কর্মী সমর্থকরা গাছের গুড়ি ফেলে রাস্তায় ব্যারিকেড দিয়ে ওসির গাড়িতে হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করা হয়।

এ হামলায় ওসি মো. রিজাউল হকসহ ৫ জন আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসিকে আহত অবস্থায় জামুর্কি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ