22 C
আবহাওয়া
৩:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » অপরিবর্তিত থাকবে রাত ও দিনের তাপমাত্রা

অপরিবর্তিত থাকবে রাত ও দিনের তাপমাত্রা

অপরিবর্তিত থাকবে রাত ও দিনের তাপমাত্রা

বিএনএ, ডেস্ক: সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমনটি জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে শনি, রবি ও সোমবারের কুয়াশা ও বৃষ্টিপাত সম্পর্কে বলা হয়েছে, শনিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এতে তাপমাত্রার বিষয়ে বলা হয়, শনি ও রোববার সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া সোমবার সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ