25 C
আবহাওয়া
১১:২৭ পূর্বাহ্ণ - অক্টোবর ৫, ২০২৪
Bnanews24.com
Home » ইউপি নির্বাচনের আগে সাতকানিয়ায় অবৈধ অস্ত্র উদ্ধারের তাগিদ

ইউপি নির্বাচনের আগে সাতকানিয়ায় অবৈধ অস্ত্র উদ্ধারের তাগিদ

সাতকানিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়

সাতকানিয়া প্রতিনিধি : সাতকানিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা এড়াতে সব অবৈধ অস্ত্র উদ্ধারের তাগিদ দিয়েছেন আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারের তাগিদ দিয়ে বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠান করতে অবৈধ অস্ত্র উদ্ধার করা প্রয়োজন। সভায় সর্বসম্মতিক্রমে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া সভায় ফসলি জমির মাটি কাটা, অবৈধভাবে বালু উত্তোলন, সরকারি বনাঞ্চলের কাঠ ইটভাটায় পাচার বন্ধ, অবৈধ ইটভাটা বন্ধে স্থানীয়ভাবে ছাড়াও জেলা পর্যায় থেকে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সম্প্রতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় হাইওয়ে পুলিশের নজরদারি বাড়ানোর পাশাপাশি মহাসড়কের কেরানীহাট, রাস্তার মাথা, মৌলভীর দোকান এলাকায় দুপাশে অবৈধ দোকানপাট-স্থাপনা উচ্ছেদ করে যানজটমুক্ত করার সিদ্ধান্ত হাইওয়ে থানা পুলিশকে বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়। পৌরসভার সামিয়ার পাড়া এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হওয়ার কারণ হিসেবে পৌরসভার রাস্তায় অবৈধভাবে স্পিড ব্রেকার ও ডলুব্রিজের উপর অবৈধ সিএনজি স্টেশন উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে এসব উচ্ছেদ করার জন্য অনুরোধ জানানো হয়।

সাতকানিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়

এছাড়া সাতকানিয়ায় পোস্ট অফিসহ সব সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করে ভবিষ্যতে কেউ যাতে পুনঃদখল করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, সহকারী কমিশনার (ভ‚মি) সজীব কান্তি রূদ্র, ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, হিন্দু, বৌদ্ধ, খিষ্টান ঐক্য পরিষদের নেতা এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী শাহাদাৎ ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিবুল হাসান তুহিন, দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন, ইউপি চেয়ারম্যানদের মধ্যে আমিলাইশের এইচ এম হানিফ, চরতীর ডা. রেজাউল করিম, পুরানগড়ের মাহবুবুল হক সিকদার, ঢেমশার রিদুয়ান উদ্দীন চৌধুরী, মাদার্শার আনম সেলিম উদ্দীন চৌধুরী, সাতকানিয়া সদরের নাসির উদ্দীন চৌধুরী, নলুয়ার তসলিমা আবছার প্রমুখ।
মাহফুজ-উন নবী

Loading


শিরোনাম বিএনএ