25 C
আবহাওয়া
১:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » তিন ওয়ার্ডের মনোনয়ন জমা দিলেন কাউন্সিলর প্রার্থীরা

তিন ওয়ার্ডের মনোনয়ন জমা দিলেন কাউন্সিলর প্রার্থীরা

তিন ওয়ার্ডের মনোনয়ন জমা দিলেন কাউন্সিলর প্রার্থীরা

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করর্পোরেশন (চসিক) নির্বাচনে তিন ওয়ার্ডে কাউন্সিলর পদে পুনরায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন কাউন্সিলর প্রার্থীরা।

বুধবার (৩০ ডিসেম্বর ) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মনোনয়ন জমা দেন ৮ প্রার্থী ।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল আলম বলেন, ৩৭ নং ওয়ার্ডে ৫ জন, ৪০ নং ওয়ার্ডে ২ জন মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত ৬ নং ওয়ার্ডে একজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

উল্লেখ, গত ১৫ ডিসেম্বর চসিক নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৭ জানুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ