20.7 C
আবহাওয়া
৪:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » শেষ আটে আবাহনী

শেষ আটে আবাহনী

আবাহনীর পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত

বিএনএ, স্পোর্টস ডেস্ক : মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে  ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আবাহনী। বুধবার (৩০ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদকে ২-১ গোলে হারায় আবাহনী। টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে মুক্তিযোদ্ধা সংসদ।

আবাহনীর পক্ষে প্রথম গোলটি করেন আফগান ডিফেন্ডার সাইঘানি। খেলার ৩০ মিনিটে ডিবক্সের বাইরে থেকে সাইঘানির নিচু ফ্রি কিকে পরাস্ত হন মুক্তিযোদ্ধা গোলকিপার নুরুল করিম।  তিন মিনিট পর নাবীব নেওয়াজ জীবন ডিবক্সে বল পান, তার সামনে শুধু ছিলেন গোলরক্ষক। কিন্তু গোলমুখে শট না নিয়ে পোস্টের বাইরে দিয়ে বল মারেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।

বিরতিতে যাওয়ার আগে ডান প্রান্ত থেকে রায়হান হাসানের লম্বা থ্রো ইনে সাইঘানির হেড আলতো ছোঁয়ায় পোস্টের বাইরে পাঠান নুরুল। দ্বিতীয়ার্ধে সতীর্থের লম্বা পাস ধরে বল নিয়ন্ত্রণে নেওয়ার পর আকবারালি খোলদারোভের ভলি পোস্টের বাইরে যাওয়ায় সমতা ফেরাতে পারেনি মুক্তিযোদ্ধা।

৬৯তম মিনিটে দ্বিতীয় গোল পায় আবাহনী। জীবনের কর্নারে সফল হেড করে স্কোর ২-০ করেন হাইতির ফরোয়ার্ড বেলফোর্ট। ৮৩ মিনিটে মুক্তিযোদ্ধার একটি প্রচেষ্টা ব্যর্থ করেন গোলকিপার শহীদুল আলম সোহেল। তবে দুই মিনিট পর তিনি একটি ফ্রি কিক পাঞ্চ করতে ব্যর্থ হন। ছোট ডিবক্সের সামনে থাকা রোহিত জোরালো শটে জাল খুঁজে নেন। খেলায় আর কোন গোল না হলে ২-১ গোলে জয় পায় আবাহনী।

আবাহনীর জয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ আটে খেলা নিশ্চিত হয়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও। মুক্তিযোদ্ধা সংসদকে ৪-১ গোলে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারিয়ে ৩ পয়েন্ট পেয়েছিল শন লেনের দল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ