বিএনএ,ঢাকা: প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)সহ আইনের দৃষ্টিতে পলাতক ও দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট।সেইসঙ্গে পিকে হালদারের প্রচারিত বক্তব্য এবং টকশোর ভিডিও ক্লিপও তলব করা হয়েছে।আগামি ১০ জানুয়ারির মধ্যে তা হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের দপ্তরে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার(৩০ ডিসেম্বর)এ আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।
হাইকোর্টে এ বিষয়ে লিখিত আবেদন করেন দুর্নীতি দমন কমিশন(দুদক)’র আইনজীবী খুরশীদ আলম খান।এতে তথ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের(বিটিআরসি)প্রতি এমন নির্দেশনা দেয়ার জন্য আর্জি জানানো হয়।সেইসঙ্গে একটি বেসরকারি টিভি চ্যানেলে গত ২৮ ডিসেম্বর পিকে হালদারের প্রচারিত সাক্ষাৎকার এবং প্রচারিত টকশোর বক্তব্যে কী আছে তা খতিয়ে দেখা ভিডিও ক্লিপ আদালতে তলব চেয়ে আবেদন করা হয়।
পরে দুদকের আইনজীবী সংবাদ মাধ্যমকে বলেন, এর আগে পিকে হালদারকে নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় তার বক্তব্য বা লাইভ সম্প্রচার করা হয়।আইনের দৃষ্টিতে পিকে হালদার পলাতক আসামি।তাই পিকে হালদারসহ সব আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষে আবেদন জানানো হয়েছে।
পিকে হালদারের বক্তব্য গণমাধ্যমে প্রচার- কতটুকু আইনসংগত তা জানতে ২৯ ডিসেম্বর হাইকোর্টের নজরে আনেন রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবী।সেসময় এ বিষয়ে লিখিত আবেদন দিতে বলা হয়।সে অনুযায়ী লিখিতভাবে আবেদন করা হয়।
মঙ্গলবারের শুনানিতে তারেক রহমানের বক্তব্য প্রচারে হাইকোর্টের অপর বেঞ্চে দেয়া নিষেধাজ্ঞার উদাহরণ তুলে ধরে যুক্তি উপস্থাপন করেন দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। সম্প্রতি পিকে হালদারের বক্তব্য প্রচার করে দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলে। একটি বেসরকারি টিভি চ্যানেলের সরাসরি টকশোতেও অংশ নেন পিকে হালদার। বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগে বেশির ভাগ অসত্য।
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডেরও (আইএলএফএসএল) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন পিকে হালদার।এ বছরের শুরুতে বিদেশ পালানোর পর, ৩শ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
বিদেশে থাকা পিকে হালদার গত ২৮ জুন আইএলএফএসএলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের কাছে তার দেশে ফেরার জন্য ব্যবস্থা নিতে আবেদন করেন।আদালত তাতে অনুমতি দিলেও পিকে হালদার না ফেরায় ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।ঢাকার জজ আদালত ইতোমধ্যে তার সব স্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দিয়েছে।
বিএনএনিউজ/আরকেসি