বিএনএ, বিশ্ব ডেস্ক : যুক্তরাজ্যে করোনার যে নতুন ধরন শনাক্ত হয়েছে ভারতে ২০ জনের শরীরে সেই একই ধরন নমুনা পাওয়া গেছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ভারতের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত এই ২০ জনের মধ্যে দিল্লিতে ৮ জন, বেঙ্গালুরুতে ৭ জন এবং বাকিরা অন্য রাজ্যের অধিবাসী।
যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর গত সপ্তাহে দেশটি থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেয় ভারত।
গত ২৩ এবং ২৫ নভেম্বরের মধ্যে ইংল্যান্ড থেকে ভারতে আসা ৩৩ হাজার যাত্রীর করোনাও পরীক্ষা করা হয়। ভাইরাসটি ছড়িয়ে পড়া ঠেকাতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত দুই সপ্তাহ আগে যুক্তরাজ্যে প্রথম করোনার নতুন ধরন (স্ট্রেইন) শনাক্ত হয়। এরপর ছড়িয়ে পড়েছে কয়েকটি দেশে। গবেষকরা দাবী করছেন করোনার এই নতুন ধরন ৭০ শতাংশ বেশি দ্রুত ছড়ায়।
বিএনএনিউজ/জেবি