বিএনএ, স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয় জয়ে ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনালে উঠেছে সাইফ স্পোটিং ক্লাব। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ খেলায় ১-০ গোলে আরামবাগের বিরুদ্ধে জয় পায় দলটি।
ম্যাচের ৫৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে একমাত্র জয়সূচক গোলটি করেন আরিফুল ইসলাম। এ ম্যাচে প্রথম একাদশের ছয়জনকে বিশ্রাম দিয়েছিলেন কোচ পল জোফেস পুটের সাইফ।
দিনের আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়কে ৩-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারা। আর সাইফের জয়ে তাদের শেষ আটের উঠার পথ পরিষ্কার হয়ে যায়। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখেছে বারিধারা। আর গ্রুপ থেকেই বিদায় নিয়েছে আরামবাগ ও ব্রাদার্স।
বিএনএনিউজ/ এইচ.এম।