19 C
আবহাওয়া
২:১৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে ১০৭ জনের মনোনয়ন দাখিল

ময়মনসিংহে ১০৭ জনের মনোনয়ন দাখিল


বিএনএ, ময়মনসিংহ : এমপি হতে ময়মনসিংহে ১১টি সংসদীয় আসনে ১০৭ জন মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন দাখিলের শেষ দিন সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জেলা রিটার্নিং এবং উপজেলার সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে দিনভর মনোনয়নপত্র দাখিল করা হয়।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ৮ জন, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) ১১ জন, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) ১৫ জন, ময়মনসিংহ-৪ (সদর) ১২ জন, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) ১০ জন, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) ১০ জন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) ১১ জন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) ৮ জন, ময়মনসিংহ-৯ (নান্দাইল) ৬ জন, ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) ৬ জন, ময়মনসিংহ-১১ (ভালুকা) ১০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত ১১জন, জাতীয় পার্টি মনোনীত ১১জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগের দুইজন সংসদ সদস্য ৩৮ জন মনোনয়ন জমা দিয়েছেন, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে বিএনপির সাবেক দুই এমপি মনোনয়ন জমা দিয়েছেন।

সকালে জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে এক সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সাতজন সাত আসনে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে জাসদের মনোনয়ন পাওয়া সাংবাদিক শামসুল আলম খান বলেন, আমরা বাংলাদেশ আওয়ামীলীগের শরিক দল হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। মাননীয় প্রধানমন্ত্র যদি আমাকে মহাজোট থেকে প্রার্থী করেন তাহলে খুব সহজেই জয় পাব। কারণ মুক্তাগাছায় জাসদের একটি ভোট ব্যাংক রয়েছে। মুক্তাগাছার মানুষের সাথে মশালের দারুণ সখ্যতা আগেও ছিল এখনও আছে।

বৃহস্পতিবার বিকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন ময়মনসিংহের সদর-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী মোহাম্মদ মোহিত উর রহমান। তাঁর মনোনয়নপত্র দাখিলকে ঘিরে দুপুর থেকেই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শতশত নেতাকর্মী ভিড় জমায়। পরে মোহিত উর রহমান সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এহতেশামূল আলমসহ অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করেন।

মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহিত উর রহমান বলেন, বর্তমান সরকারের দুই মেয়াদে সদরের আসনটি বেগম রওশন এরশাদকে ছেড়ে দিতে হয়েছে। এবার এ আসনে বেগম রওশন এরশাদ নির্বাচন করছেন না। তাই সাধারণ মানুষ এবার নৌকা প্রতীকে ভোট দেওয়ার সুযোগ পাবে। নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করেই আশা রাখছি জয়ী হব। আবার বাবা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য ছিলেন। বাবার প্রতি মানুষের যে অগাত ভালোবাসা তা ধরে রেখেই আশা করি জয়ী হলে সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখব।

দলীয় মনোনয়ন না পেয়ে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল অ্যাড. কায়সার আহম্মেদ বলেন, গফরগাঁওয়ে মেয়রের দায়িত্ব পালন করেছি। সেখানে আমার একটি ভোট ব্যাংক রয়েছে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য বলেছে, তাই নির্বাচন করছি। আশা রাখি যদি ভোটের পরিবেশ সুষ্ঠু হয় তাহলে জয় পাব।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান বলেন, মনোনয়ন জমাদানের শেষদিন উৎসবমুখর পরিবেশে বিভিন্ন দলের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলার ১১টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০৭ জনের মতো প্রার্থী। নির্বাচনের সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিতে সবধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।

বিএনএনিউজ/ হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ