আদালত প্রতিবেদক: মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় খান আকরামসহ বাগেরহাটের সাতজনের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে আজ (বৃহস্পতিবার)। গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রায়ের জন্য আজকের দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন, বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।
গত ৭ নভেম্বর বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য ৯ নভেম্বর দিন ঠিক করেছিলেন। কিন্তু রায় ঘোষণার দিন আসামির মৃত্যুর তথ্য পাওয়ায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে দেন আদালত। এরই ধারাবাহিকতাই ৩০ নভেম্বর রায় ঘোষণার দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মামলাটিতে মোট আসামি ছিলেন নয়জন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন। খান আকরাম হোসেন, মকবুল মোল্লা ও শেখ মো. উকিল উদ্দিন কারাবন্দি রয়েছেন। বাকি চারজন পলাতক। পলাতক আসামিরা হলেন, খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস ও শেখ রফিকুল ইসলাম বাবুল।
২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়া হয়। পরে চার্জগঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
বিএনএনিউজ২৪/ এমএইচ