26 C
আবহাওয়া
৪:২০ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » নয়াপল্টনেই মহাসমাবেশের অনুমতি দিতে হবে: মির্জা ফখরুল

নয়াপল্টনেই মহাসমাবেশের অনুমতি দিতে হবে: মির্জা ফখরুল

নয়াপল্টনেই মহাসমাবেশের অনুমতি দিতে হবে: মির্জা ফখরুল

বিএনএ ডেস্ক: ১০ ডিসেম্বর মহাসমাবেশের জন্য নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সরকারকে অনুমতি দিতে হবে। এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩০ নভেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকারকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। সরকার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ভিত হয়ে নতুন করে গায়েবি মামলায় বিএনপি নেতাকর্মীদের আটক করছে পুলিশ। হামলা-মামলায় আন্দোলন দমন করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব।

আওয়ামী লীগের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, জনগণকে উস্কানি দিয়ে সংঘাতের পথে যাবেন না। এ আন্দোলন শুধু বিএনপির নয়, এ আন্দোলন জনগণের মুক্তির আন্দোলন। তাই সরকারকে সিদ্ধান্ত বদল করে শান্তিপূর্ণ সমাবেশের ব্যবস্থা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ