27 C
আবহাওয়া
২:১২ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মেয়র আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

মেয়র আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

মেয়র আনিসুল হক

বিএনএ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। ২০১৭ সালের এই দিনে যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রয়াত মেয়রের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার গুলশান সোসাইটি জামে মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেশ কয়েকটি এতিমখানায় খাবার পরিবেশন করা হবে। প্রতিবারের মতো এ বছরও প্রয়াত মেয়রকে শ্রদ্ধাভরে স্মরণ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া বিশেষ দোয়ার আয়োজন করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

আনিসুল হক ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে জয়লাভ করেন। তিনি শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও টেলিভিশন উপস্থাপক হিসেবেও সুপরিচিত ছিলেন। মেয়র নির্বাচিত হওয়ার পর ঢাকার সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচিত হয়েছিলেন তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ