বিএনএ, (আদালত প্রতিবেদক) ঢাকা: কথিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এ অভিযোগপত্র গ্রহণ করেন।
একই সঙ্গে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৯ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। এদিন আসামি রফিকুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে আদালত এ অভিযোগপত্র গ্রহণ করেন।
গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে র্যাব। পরের দিন র্যাব বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় মামলা করে।
এরপর রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাবের করা মামলায় ৮ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয়।বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
বিএনএনিউজ/ এসবি, এমএফ