16 C
আবহাওয়া
২:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » কাউন্সিলর হত্যা, গোলাগুলিতে ২ আসামি নিহত

কাউন্সিলর হত্যা, গোলাগুলিতে ২ আসামি নিহত

গোলাগুলিতে কাউন্সিলর হত্যা মামলার ২ আসামি নিহত

বিএনএ কুমিল্লা: কুমিল্লা নগরীতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে মো.সাব্বির হোসেন (২৮) ও সাজন (৩২) নামে কাউন্সিলর হত্যা মামলার ২ আসামি নিহত হয়েছে। মঙ্গলবার (৩০শে নভেম্বর) ভোরে কুমিল্লা নগরীর সংরাইশ এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মো.সাব্বির হোসেন (২৮) নগরীর সুজানগর এলাকার বাসিন্দা রফিক মিয়ার ছেলে। সাজন (৩২) সংরাইশ এলাকার কাকন মিয়ার ছেলে। নিহতরা কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ হত্যা মামলার তিন নম্বর এবং পাঁচ নম্বর আসামি। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাউন্সিলরসহ জোড়া হত্যার মামলার আসামি সাব্বির ও সাজন ওই এলাকায় অবস্থান করছে। এরপর ভোরে সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি ছোঁড়ে তারা। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে দুইজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এছাড়া, ঘটনাস্থল থেকে একটি ৭.৬৫ পিস্তল, একটি পাইপ গান, পিস্তলের অব্যবহৃত গুলি, গুলির খোসা এবং  কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২২শে নভেম্বর বিকেলে নগরীর পাথরিয়াপাড়ায় মুখোশধারীদের গুলিতে নিহত হন কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা।

কাউন্সিলর সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।নিহত হরিপদ সাহা নগরীর ১৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং সাহাপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ আরও ৫ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জোড়া খুনের ঘটনায় গত ২৩শে নভেম্বর রাতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ