22 C
আবহাওয়া
১০:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে বাসে আগুন

চট্টগ্রামে বাসে আগুন


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে গরীবুল্লাহ শাহ বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে জিইসি এলাকার কে কনভেনশনের সামনে এ ঘটনা ঘটে।

সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পংকজ দত্ত জানান, রাস্তার পাশে একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেছে। এই আগুন কারা দিয়েছে তা দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এর আগে রাত সোয়া ৮টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রসঙ্গত, বিএনপি-জামায়াতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল আগামী ৩১ অক্টোবর থেকে ৩ দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ