22 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » জাল টাকা রোধে জনসচেতনতা বাড়াতে সাতকানিয়ায় কর্মশালা

জাল টাকা রোধে জনসচেতনতা বাড়াতে সাতকানিয়ায় কর্মশালা


বিএনএ, সাতকানিয়া : চট্টগ্রামের সাতকানিয়ায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জনতা ব্যাংক এ কর্মশালার আয়োজন করে।

ব্যবসায়ী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মশালায় জাল টাকা প্রচলন প্রতিরোধে সকলের সমন্বিত উদ্যোগ ও গ্রাহকের সচতেনতার কথা উঠে আসে। এছাড়া বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে পাঠানো টাকা লেনদেন ও জমি কেনাবেচার ক্ষেত্রে গ্রাহকেরা প্রতারিত হন বলে জানান ব্যাংক কর্মকর্তারা।

জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় জেনারেল ম্যানেজার এস এম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস। রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-ব্যবস্থাপক বরকত উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মিন্টু কুমার বড়ুয়া, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, থানার সেকেন্ড অফিসার ভক্ত চন্দ্র দত্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়ের এসপিও হোসাইন আক্তার রাফি।

বিএনএনিউজ/সৈয়দ মাহফুজ-উননবী খোকন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ