29 C
আবহাওয়া
১:৩১ অপরাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে পুলিশের গুলিতে পোশাকশ্রমিক নিহত

গাজীপুরে পুলিশের গুলিতে পোশাকশ্রমিক নিহত


বিএনএ, ঢাকা : বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মো. রাসেল হাওলাদার (২৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে গাজীপুরের গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি মালেকের বাড়ি এলাকায় ডিজাইন এক্সপ্রেস গার্মেন্টসের কর্মী ছিলেন।গুলিবিদ্ধ অবস্থায় রাসেলকে প্রথমে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

গুলিবিদ্ধ রাসেলকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী রন্জু মিয়া জানান ,আমরা ডিজাইন এক্সপ্রেস লিমিটেডের কর্মী। রাসেল ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। সোমবার কারখানা শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। এসময় অফিস ছুটির পর বাসায় যাওয়ার পথে পুলিশের একটি গুলি এসে রাসেলের শরীরে লাগে।

তিনি জানান, পরে আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসেলে মারা যায় ।নিহত রাসেল ঝালকাঠি সদর উপজেলার আব্দুল হান্নানের ছেলে। তিনি বর্তমানে গাজীপুর বাইপাস এলাকায় মালেকের বাড়ি এলাকায় ভাড়া থাকতেন।বেতন বাড়ানোর দাবিতে টানা সপ্তম দিনের মতো সোমবার সকাল ৯টা থেকে গাজীপুরের ভোগড়া বাইপাসের আশপাশের এলাকার আন্দোলনে নামেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এ সময় কয়েকটি কারখানায় ভাঙচুরের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল বের করেন তারা।

পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। তখন উত্তেজিত শ্রমিকরা একটি পিকআপে আগুন ধরিয়ে দেন।এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কলকাতার জেএন রায় হাসপাতাল ঢাকা-মাওয়া মহাসড়কে নারীর গুলিবিদ্ধ মরদেহ সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলে নিলো বিদ্রোহীরা দশ দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন মির্জা ফখরুল আইনজীবী সাইফুল হত্যা, ৩১ জনের বিরুদ্ধে মামলা গাজায় ২৪ ঘণ্টায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ২৯ বস্তা টাকা ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডার ইসি কমিটির নির্বাচনে সভাপতি শবনম ও সা.সম্পাদক হাসনাত জুলাই বিপ্লবে প্রতিটি শহীদ পরিবারকে ১ লক্ষ টাকা দেবে চসিক-ডা. শাহাদাত দেশকে রূপান্তর করতে সকলকে একযোগে কাজ করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ