33 C
আবহাওয়া
৪:৩৬ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » গাজীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

গাজীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

গাজীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

বিএনএ, গাজীপুর :ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে গাজীপুর  রণক্ষেত্রে পরিণত হয়েছে। উত্তেজিত শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন ও বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,  সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া গার্মেন্ট এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেয় ও বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এখনো থেমে থেমে  সংঘর্ষ চলছে।

বাসন কলন্বিয়া গার্মেন্টের শ্রমিকরা জানান, সব কিছুর দাম বাড়লেও শ্রমিকদের বেতন ও জীবন মান বাড়েনি। বর্তমান বেতনে জীবন চালানো কষ্ট। তাই বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়েও আমরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছি।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, পিল্প পুলিশ ও জিএমপি পুলিশের যৌথ প্রচেষ্টায় বেলা পৌনে ১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। উত্তেজিত শ্রমিকরা পুলিশের একটি গাড়ি জ্বালিয়ে দিলেও শিল্প পুলিশের কোনো সদস্য আহত হয়নি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ